কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ কাউখালীতে এক ইউপি সদস্য হঠাৎ করে উধাও হয়েছে। জানাগেছে উপজেলার চিরাপাড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সুবিদপুর গ্রামের বর্তমান ইউপি সদস্য জয়দেব ঘোষ প্রবাসে চলেগেছেন বলে এলাকা সূত্রে জানাযায়। গত ১৪মে মঙ্গলবার ইউপি সদস্য সুবিদপুর গ্রামের জয়দেব ঘোষ নিয়ম কানুনের তোয়াক্কা না করে চলতি দ্বায়িত্ব থেকে অব্যহতি না নিয়ে প্রবাসে চলে যায়। এলাকাবাসী বলেন আমারা দুপুরে দিকে বিভিন্ন ফেইজবুকের স্ট্যাটার্স দেখতে পাই ও এলাকার বিভিন্ন লোকের মুখে শুনতে পাই জয়দেব ঘোষ প্রবাসে চলে যায়। অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু বলেন আমার পরিষদের সদস্য জয়দেব ঘোষ হঠাৎ বিদেশে চলে গেছে আমি জানতে পারছি কিন্তু সে কোন অব্যহতি পত্র দাখিল করে নাই । এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা জানান আমি লোকমুখে ঘটনাটি শুনছি সে আদৌ বিদেশ গেছে কিনা সঠিক জানা নাই এবং আমার কাছে কোন অব্যহতি পত্র দাখিল করে নাই ।