কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: কাউখালীতে জামাতের আমীরগনের শপথ অনুষ্ঠিত। ২৩ নভেম্বর শনিবার নবনির্বাচিত উপজেলা ও ইউনিয়ন আমীরগনকে উপজেলা রুকন সম্মেলনের মাধ্যমে শপথ প্রদান করা হয়। এর আগে ১৬ নভেম্বর কাউখালী রুকনদের গোপন ভোটের মাধ্যমো উপজেলা ও ইউনিয়ন আমীর নির্বাচন সম্পূর্ণ করা হয়। তাতে উপজেলা আমীর মাওলানা মোঃ নজরুল ইসলাম খান, ৩নং কাউখালী সদর ইউনিয়নের আমীর টি. এম রেজাউল করিম, ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের আমীর মৌ. মোঃ আনোয়ার হোসেন এবং ৭জন শুরা সদস্য নির্বাচিত হন।
কেন্দ্রীয় সংগঠনের অনুমোদনক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমীর অধ্যক্ষ মোঃ তোফাজ্জেল হোসেন ফরিদ, উপজেলা আমীর মাওলানা মোঃ নজরুল ইসলাম খান-কে শপথ পাঠ করান।
এছাড়া ইউনিয়নের আমীরগণ ও ৭জন শুরা সদস্যে-কে উপজেলা আমীর মাওলানা মোঃ নজরুল ইসলাম খান শপথ পাঠ করান। এসময়ে অন্যান্য সদস্যের মধ্যে জেলা সেক্রেটারী মাওলানা জুহিরুল হক উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত