
কাউখালী (পিরোজপুরের) প্রতিনিধিঃ কাউখালীতে ১৯শে জুন উপজেলা পরিষদের আয়োজনে ষষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বরণ এবং শপথ পরবর্তী প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে “স্মার্ট কাউখালী গড়বো” বলেন এম.পি মহিউদ্দিন মহারাজ। তিনি আধুনিক কাউখালী গড়ার লক্ষ্যে ও সৌন্দর্য বৃদ্ধির জন্য কাউখালীর বাস ষ্ট্যান্ড,টেম্পু স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় ফোয়ারা এবং স্ট্রীট লাইট নির্মানেরও প্রতিশ্রুতি দেন। রাস্তা ঘাটের উন্নয়ন ও উপজেলাবাসীর সুপেয় পানির জন্য গভীর নলকুপ স্থাপনের জন্য পর্যাপ্ত বরাদ্দের ব্যবস্থা করে তিনি আরও বলেন, কাউখালীকে আধুনিকায়ন করতে হলে পৌরসভার কোন বিকল্প নেই। তাই তিনি কাউখালী উপজেলাকে পৌরসভা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।উপজেলা হলরুমে অনুষ্ঠিত পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবু সাঈদ মিঞা মনুর সভাপতিত্তে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার পরিচালনায় অনুষ্ঠানটিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, মো. মোস্তাফিজুর রহমান, লাইকুজ্জামান তালুকদার মিন্টু, গাজী সিদ্দিকুর রহমান প্রমুখ। বক্তারা এম.পি মহিউদ্দিন মহারাজ এর দীর্ঘায়ু কামনা করেন এবং সবশেষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়।