কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: কাউখালীতে তরুণ প্রজন্ম ঝুকছে অর্নামেন্টাল ফিস নামক বাহারি রঙিন মাছ চাষে। এলাকার শিক্ষিত বেকার তরুণরা সাধারণ মাছ চাষের সাথে এই বাহারি রঙিন মাছ চাষ করে লাভবান হচ্ছে। বাসা বাড়িতে একুরিয়ামে সোভা বর্দ্ধনের পাশাপাশি এখন বানিজ্যিক ভাবেও বিক্রি হচ্ছে রঙিন মাছ। তবে পরিবহনে বিশেষায়িত কোনো ব্যাবস্তা না থাকায় সমস্যায় পরতে হচ্ছে খামারিদের। সরকারের পৃষ্ঠ পোষকতা পেলে শিক্ষিত বেকার তরুণরা বানিজ্যিক ভাবে এ মাছ চাষে আর্থিক ভাবে নিজেদের জীবন রাঙিয়ে তুলতে পারবে বলে জানান তরুণ প্রজন্মের উদ্যোগতারা। কাউখালী উপজেলায় এজাতীয় মাছের প্রচুর চাষ যোগ্য খামার দেখাগেছে। এব্যপারে উপজেলার একজন অর্নামেন্টাল মৎস চাষি ও বিক্রেতা মোঃ সিফাত ইসলাম সোহান বলেন আমি একুরিয়ামে সোভা বর্দ্ধনের জন্য দোকানে একটি একুরিয়াম রাখি। এখন আমি বানিজ্যিক ভাবেও বিক্রি করছি, তাতে আমার অনেক লাভবান হইতেছি। পল্লী চিকিৎসক সমীর মজুমদার জানান, পরিবহন ব্যাবস্থা সৃষ্টি করা গেলে দ্রুত চাষির সংখ্যা অনেক বাড়বে বলে আমি মনে করি।