পিরোজপুর প্রতিনিধিঃ কাউখালীতে প্রতারক চক্র ও মানব পাচারকারী দলের ফাদে পরে ইউপি সদস্য ৩০ জুন রবিবার উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগী জয়দেব চন্দ্র ঘোষ, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সুবিদপুর গ্রামের ইউপি সদস্য। তিনি সংবাদ সম্মেলন করে জানান, আমাকে ভুল বুঝিয়ে প্রবাসের লোভ দেখিয়ে বাংলাদেশের প্রধান প্রতারক চক্র ও মানব পাচারকারী দল সুদুর প্রবাসে সৌদিআরব নিয়ে মোটা অংকের বেতনে চাকুরী দেওয়ার কথা বলে আমার কাছ থেকে প্রথমে ৫ লক্ষ টাকা নিয়েছে। পরে আবারও বিভিন্ন রকমের খরচ আছে বলে ৩ লক্ষ টাকা নেওয়ার পরে আমাকে সৌদি আরব কর্মস্থলে নিয়ে যায়। সেখানে নিয়ে আমাকে জিম্মী করে এবং অমানুষিক নির্যাতন করে আমাকে দেশের বাড়ি থেকে আরও টাকা নিয়ে আসার জন্য বলে, না হলে জানে শেষ করে দিবে বলে হুমকি প্রদান করে। তাদের আস্তানায় ৩টি রুমে প্রায় শতাধিক বাংলাদেশের বিভিন্ন এলাকার যুবকদের রাখা হয়। এরা হলো কুমিল্লা, রাজশাহী, বরগুনা, পিরোজপুরের বাসিন্দা। সেখানে রাত দিন মিলিয়ে একবার খাবার দেয়া হয়, যা আমিও খেয়েছি এবং ছোট রুমের ভিতরে একজনের গায়ের উপরে আর একজন ঘুমাতে হয়। এ ব্যাপারে জয়দেব চন্দ্র ঘোষ বাংলাদেশের প্রধানমন্ত্রী ও প্রবাসী কল্যান মন্ত্রীসহ প্রশাসনের কাছে বিষয়টি স্বচ্ছ তদন্তের মাধ্যমে মানব পাচারকারীদের আইনের আওতায় এনে মানব পাচারকারী মুক্ত বাংলাদেশ গড়ার জোড় অনুরোধ জানায়।