
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত। সোমবার ১৫ জুলাই সন্ধ্যায় নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, সাংবাদিক প্রশিক্ষণ, দোয়া ও কেক কাটার মাধ্যমে সংগঠনটির প্রতিষ্ঠা বাষিকী উদযাপন করা হয়। আলোচনা সভায় বিএমএসএফ কাউখালী শাখার সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শেখ মোঃ নুরুল হুদা বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও মিডিয়া ব্যক্তিত্ব মৃদুল আহমেদ সুমন। বিএমএসএফ কাউখালী শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায়, সাংবাদিক প্রশিক্ষণ প্রদান করেন সহকারী প্রভাষক সাংবাদিক মোহাম্মদ সাইদুল বশির, আলোচনা করেন সহ-সভাপতি সাংবাদিক মোঃ মেহেদী হাসান নয়ন, দোয়া পরিচালনা করেন সাংবাদিক মাওলানা গাজী আনোয়ার হোসেন পরে কেক কাটা হয়। এসময় , উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ নুরুজ্জামান খোকন, শেখ মৌসুমী, মোঃ এনামুল কিবরিয়া মেহেদী, মোঃ হাবিবুর রহমান, সুজন আইচ, মোঃ আল আমিন, মোঃ হাবিবউল্লাহ প্রমুখ। এসময় বক্তরা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর উত্তরোত্তল সাফল্য কামনা করেন। এছাড়াও বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন মহান জাতীয় সংসদে পাস করার জন্য জোর দাবি জানান।