কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: কাউখালীতে অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান ও কাউখালী দক্ষিন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার ২৪নভেম্বর উপজেলার দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বাজার কমিটির সভাপতি মোঃ নুরুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা কর্মকর্তা। উক্ত সভায় থানা কর্মকর্তা বলেন, ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তায়-আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রমসহ সকল প্রকার অপরাধ দমনে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সহযোগিতা একান্ত প্রয়োজন। অতঃপর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমরা সমিতির নেতৃবৃন্দ সকল ব্যবসায়ীদের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তায় পুলিশ প্রশাসনের সহযোগিতা সহ তাদের পাশে থাকবেন বলে ব্যক্ত করেন।
এসময় মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি মোঃ নুরুল আমিন, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সোয়াইব সিদ্দিক, কোষাধ্যক্ষ পলাশ সাহা সহ সকল সদস্যবৃন্দ।