
বিজ্ঞপ্তি : ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, মেইন রোডগুলোর পাশাপশি বাইলেন গুলোর উন্নয়ন, ময়লা-আবর্জনা নিয়মিত অপসারন, বৈদ্যুতিক পোস্টগুলোতে লাইটের ব্যবস্থা, সরকার কর্তৃক প্রদেয় বয়ষ্ক ভাতা, বিধাবা ভাতা, প্রতিবন্ধি ভাতাসহ সকল প্রকার আর্থিক সাহায্য ওয়ার্ডের প্রাপ্তি নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নিরালাস্থ ওয়ার্ড কার্যালয়ে ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত নবনির্বাচিত কাউন্সিলর জেড এ মাহমুদ ডন এর দায়িত্ব গ্রহণ এবং দোয়া মাহফিলে এ কথা বলেন কাউন্সিলর জেড এ মাহমুদ ডন। তিনি বলেন,ওয়ার্ডের সকল মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, নিরালা পার্ক আধুনিকায়ন, জবাবদিহি নিশ্চিত করতে এলাকাবাসীর মুখোমুখি “কাউন্সিলর” শীর্ষক মতবিনিময়ের মাধ্যমে সম্যসা সমাধানের উদ্যোগ গ্রহণ করা, ওয়ার্ডের সুধিজনদের নিয়ে বার্ষিক কর্মপন্থা তৈরী করা, ওয়ার্ডের মাতৃসদন কেন্দ্রগুলোকে আরও সেবামুলক করে গড়ে তোলা, মাদক নির্মুল, জুয়া, কিশোর অপরাধসহ নৈতিক ও সামাজিক অবক্ষয়জনিত
বিভিন্ন অপরাধ রোধ করা করাসহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগের মুসলমান পাড়া ইউনিট কমিটি, মুক্ত বাংলা সংস্থা, লিটন স্মৃতি সংসদ, ওয়ার্ড শ্রমিকলীগ, বাংলাদেশ ব্যাংক স্টাফ কোয়টার, কাশেম নগর-২ সড়ক জনকল্যাণ সমিতির সাবেক নেতৃবৃন্দ, কাশেম নগর-২ সড়ক এলাকাবাসী, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ, খানজাহান আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সান্ধ্য বাজার ব্যবসায়ী সমিতি, সূর্যের হাসি ক্লিনিক নিরালা, বাগমারা মাধ্যমিক বিদ্যালয়, এসএসসি ব্যাজ- ১৯৮৬, গফফারের মোড়ের ইজিবাইক ইউনিট, আল আকসা আবাসিক এলাকা ও ২৪নং ওয়ার্ড যুব মহিলা লীগের নেতৃবৃন্দরা ফুলর দিয়ে নবনির্বাচিত কাউন্সিলর জেড এ মাহমুদ ডনকে শুভেচ্ছাও অভিনন্দন জানান। ২৪ ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক শিকদার আতাউর রহমান রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন নগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক কমিশনার মো. সিদ্দিকুর রহমান, সাবেক কাউন্সিলর রুনু ইকবাল বিথার,খুলনা উন্নয়ন সংগাম সমন্বয় কমিটির সভাপতি মো.
আশরাফ উজ জামান, লিটন স্মৃতি সংসদের সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মঈনুল ইসলাম নাসির,নিরালা আবাসিক এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আখতার হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী মো. রকিবুল ইসলাম রকি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন।