কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যের মধ্যদিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সংঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে মানববন্ধন, শপথ বাক্য পাঠ এবং উপজেলা পরেষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. ইমরান বিন ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক ফারুক হোসেন খান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন খান, কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোসা. সেলিনা পাপরী, শিক্ষার্থী হাবিবা জাহান প্রমূখ।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিক, এনজিও কর্মী, স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত