কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি : ”সচেতন, সংগঠিত ও স্বোচ্চার জনগোষ্ঠিই গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় পালিত হয়েছে সুজন-সুশাসনের জন্য নাগরিক কমিটির ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা সুজনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা সদরের বীরমুক্তিযোদ্ধা মরহুম সিকদার মো.ফারুক স্মৃতি সংসদে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুজন উপজেলা শাখার সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক মো.আবদুল হালিম। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর ও সুজন উপজেলা শাখার উপদেষ্ঠা মো.জালালুর রহমান আকন।
বিশেষ অতিথি ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওর্য়াক, বরিশাল অঞ্চলের কো-অডিনেটর ও উপজেলা সুজন সাধারন সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন খান, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজন উপজেলা শাখার উপদেষ্ঠা একেএম কামরুজ্জামান ও বলতলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো.ওবায়েদুল হক অদুদ।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সুজন উপজেলা শাখার সহসাধারন সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য শাখাওয়াত হোসেন অপু, মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান রুমা, সুজন নির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র কাঞ্জিলাল বাবুল ঠাকুর, মো.হাসিব ভুট্রো, মোস্তাফিজুর রহমান মারুফ, মো.খলিলুর রহমান, দেলোয়ার হোসেন দুলাল, সাকিবুজ্জামান সবুর, ফয়সাল আহম্মেদ তুহিন, মো. আসলাম হোসেন, মো.আমিনুল ইসলাম ও মো.শাহ জামাল প্রমূখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত