
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাদাকাটি হলদেপোতা ব্রীজের কাছে চোরাই ছাগল নিয়ে পালানোর সময় পিকআপসহ ২ ছাগল চোরকে স্থানীয়রা আটক করেছে। আটককৃত পিকআপ, ছাগল ও চোরদ্বয়কে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দুপুরে আটকের ঘটনা ঘটে।
স্থানীয়রা ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, চোর চক্র তালা উপজেলার খেশরা ইউনিয়নের বেলে বাজার থেকে দু’টি ছাগল পিকআপে করে নিয়ে আশাশুনির দিকে আসতেছিল। স্থানীয়রা জানতে পেরে কাদাকাটি হলদেপোতা মোড়ে মটর সাইকেল স্ট্যান্ডে মোবাইল করে পিকআপ আটকানোর জন্য খবর দেয়। খবর পেয়ে মটর সাইকেল স্ট্যান্ডের লোকজন নজরদারির ব্যবস্থা করেন। দুপুর ১.৩০ টার দিকে পিকআপটি পৌছলে আটকে দেয়া হয়। এসময় একটি চোরাই ছাগল ও দু’জনকে আটক করা হয়। পরে মালামালসহ চোর মহসিন ও কে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

