ডেস্ক রিপোর্ট : কানাডার অন্টরিওর একটি কটেজ সংলগ্ন হ্রদে নৌকাডুবির ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৮ জুন) কানাডার স্থানীয় সময় বিকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও তার বন্ধু বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব।
সোমবার (৯ জুন) বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা রওশন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, নৌকায় থাকা কারও শরীরে কোনো লাইফ-জ্যাকেট ছিল না। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, লাইফ জ্যাকেটের অভাব ও হঠাৎ হ্রদের প্রতিকূল পরিবেশ এই দুর্ঘটনার পেছনে ভূমিকা রেখেছে।
আব্দুল্লাহ হিল রাকিব বাংলাদেশের পোশাক খাতের একজন সুপরিচিত ও শ্রদ্ধাভাজন উদ্যোক্তা ছিলেন। তিনি বিজিএমইএর পরিচালক হিসেবে ২০১৩ থেকে ২০১৫ এবং ২০১৫ থেকে ২০১৭-এই দুই মেয়াদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পোশাক শিল্পে তার অবদান প্রশংসনীয় ও স্মরণীয় হয়ে থাকবে।
সাইফুজ্জামান গুড্ডু ছিলেন একজন অভিজ্ঞ পাইলট এবং সাবেক বিমানবাহিনী কর্মকর্তা। তার সহকর্মী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে এই মৃত্যু গভীর শোকের ছায়া ফেলেছে। এই ঘটনা কানাডা ও বাংলাদেশের দুই পরিবারে শোকের ছায়া নামিয়ে এনেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত