জন্মভ‚মি ডেস্ক
মঙ্গলবার শেষ হচ্ছে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সর্বশেষ সময়। এর আগে ১৬ই আগস্ট তালেবানরা পুরো দেশের ক্ষমতা দখল করে। বিপুল পরিমাণ সম্পদ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ গণি। ফলে পুরো আফগানিস্তানে এখন তালেবানদের রাজত্ব। তার মধ্যে কয়েকদিন ধরে একটি প্রশ্ন সামনে উঠে আসে। তা হলো, তালেবানদের সুপ্রিম নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা কোথায়? এ নিয়ে নানা জল্পনা কল্পনার পর আফগান মিডিয়ায় রিপোর্ট প্রকাশ হয়েছে যে, তালেবানের সুপ্রিম কমান্ডার বর্তমানে কান্দাহার প্রদেশে অবস্থান করছেন। মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদকে উদ্ধৃত করে ওইসব খবরে বলা হয়েছে, আখুন্দজাদা খুব শিগগিরই প্রকাশ্যে আসবেন। হায়বাতুল্লাহ আখুন্দজাদার বয়স ৬০ উত্তীর্ণ।
২০১৬ সাল থেকে তিনি তালেবানের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দলটির রাজনৈতিক, সামরিক এবং ধর্মীয় বিষয়ে তিনিই ইনচার্জ। তবে এর আগে অনেক রিপোর্ট প্রকাশ হয়েছিল যে, তিনি মারা গেছেন। যদি তিনি এখন সত্যিই প্রকাশ্যে আসেন, তাহলে তা হবে এক বিস্ময়। ১৯৮০র দশকে তিনি আফগানিস্তানে সোভিয়েত সেনাবাহিনীর বিরুদ্ধে যে ইসলামিক প্রতিরোধ আন্দোলন তাতে অংশ নিয়েছিলেন। তবে একজন সামরিক কমান্ডারের চেয়ে তার বেশি সুনাম ধর্মীয় নেতা হিসেবে। ১৯৯০-এর দশকে যখন তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় ছিল, তখন তিনি ছিলেন শরীয়া কোর্টের প্রধান।
কান্দাহারে তালেবান সুপ্রিম নেতা!
Leave a comment