
খানজাহান আলী থানা প্রতিনিধি : ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর কাবাডি (ছাত্রী) প্রতিযোগিতায় গোলাপ অঞ্চলের (খুলনা ও বরিশাল বিভাগ) চ্যাম্পিয়ন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে সিলেটে শুরু হওয়া জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য এখন সিলেটের পথে রয়েছে কাবাডির এই দলটি। চ্যাম্পিয়ন গোলাপ অঞ্চলের টিম লিডার খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জি এম মোশারফ হোসেন এবং দল নেতা শাম্মি আক্তারের নেতৃত্বে গতকাল সোমবার তারা সিলেটের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করেন।
দেশের ৯টি বিভাগকে উপ-অঞ্চল ভিত্তিক গোলাপ, চাপা, বকুল এবং পদ্মা মোট ৪টি অঞ্চলে ভাগ করে শুরু হয় ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩। প্রতিযোগিতায় খুলনা ও বরিশাল বিভাগ নিয়ে গোলাপ অঞ্চল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ নিয়ে পদ্মা অঞ্চল, রাজশাহী ও রংপুর বিভাগ নিয়ে চাপা অঞ্চল এবং সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ নিয়ে বকুল অঞ্চল থেকে কাবাডি (ছাত্রী) প্রতিযোগিতায় উঠে আসা চারটি অঞ্চলের চ্যাম্পিয়ন কাবাডি দল (ছাত্রী) আগামী ২৭ সেপ্টেম্বর থেকে সিলেট শুরু হওয়া জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করছে।
গোলাপ অঞ্চল (খুলনা ও বরিশাল বিভাগ) থেকে চ্যাম্পিয়ন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, উপ-আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে চারটি অঞ্চলে বিভক্ত টিমের সাথে লিগ পর্যায়ে খেলতে বর্তমানে সিলেটের পথে রয়েছে।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অসীম কুমার কুন্ডু বলেন, দেশের জাতীয় খেলা কাবাডিতে বিদ্যালয়ের ছাত্রীদের এ অর্জন বিদ্যালয়ের সুনামকে আঞ্চালিক পর্যায় থেকে জাতীয় পর্যায়ে নিয়ে গেছে। খেলোয়াড়দের এবং প্রশিক্ষকের অক্লান্ত পরিশ্রমের ফসল এ অর্জন। তিনি বলেন, জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী দলের প্রত্যেক খেলোয়াড় তাদের পরিশ্রম, মেধা এবং যোগ্যতায় চ্যাম্পিয়ন হয়ে স্কুলের এবং গোলাপ অঞ্চলে তথা খুলনা বরিশাল বিভাগের সুনাম বয়ে আনবে। তিনি প্রতিটি খেলোয়াড়ের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।