বিজ্ঞপ্তি : কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে দারিদ্র্যমুক্ত করতে হবে। দেশের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে হাতে-কলমে শিক্ষার কোনো বিকল্প নেই। বেকারত্বের অভিশাপ হতে মুক্তি পেতে ঘরে ঘরে কারিগরি শিক্ষা দরকার। মঙ্গলবার বেলা ১১টায় মহানগরীর ৮৭ এম এ বারী সড়কস্থ হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এসব কথা বলেন। তিনি সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ প্রতিষ্ঠানটির ভুয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সিএসএস’র পরিচালক মোঃ মঈনউদ্দিন খান। অধ্যক্ষ প্রকৌশলী বিভাস কান্তি মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২২-২৩ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আশুতোষ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোপ টেকনিক্যাল ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোঃ ফয়সল আলম, রেভারেন্ড পলস হাই স্কুলের প্রধান শিক্ষক টিটন গাইন ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণ। অনুষ্ঠানের শেষপর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত