প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ৪:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ৬:৫৩ পি.এম
কালকিনিতে অভিযানে অবৈধ ড্রেজারের ভেঙ্গে দিলো প্রশাসন

মাদারীপুর অফিস : মাদারীপুর কালকিনিতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন কালকিনি উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস এর দিকনির্দেশন কালকিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম এর নেতৃত্বে কালকিনি উপজেলার আন্ডারচর গ্রামের হাচেন আকনের হাটের পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালানো হয়। এসময়ে খালে থাকা একটি আনলোড ড্রেজারের সাথে সংযুক্ত প্রায় ২০ টি পাইপ বিনষ্ট করা হয়। তবে ঘটনাস্থলে ড্রেজার সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায় নি।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, মোবাইল কোর্ট পেশকার শেখ মঞ্জুর এলাহী সহ কালকিনি থানা পুলিশের সদস্যরা। কালকিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম বলেন, নদী ভাঙন রোধে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া