মাদারীপুর অফিস : মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) কর্তৃক নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে এ কর্মশালা করা হয়। এতে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সচিব অটল সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসাঃ আরিফা আক্তার। এ ছাড়া উপস্থিত ছিলেন বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম্য পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মী, বিদেশফেরত অভিবাসী, সম্ভাব্য বিদেশগামী, শিক্ষক ,বাজার কমিটির সভাপতি-সম্পাদক, সুশিল সমাজের প্রতিনিধি ও ব্র্যাক কর্মীবৃন্দ। এ কর্মশালার পরিচালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অর্গানাইজার মোঃ বিল্লাল হোসেন। স্বাগত বক্তব্যকালে সকল বিষয় তুলে ধরেন ব্র্যাক প্রোগ্রাম অর্গানাইজার মোঃ ফজলুল হক। এসময় একজন বিদেশ ফেরত নারী অভিবাসী তার প্রতারিত হওয়ার গল্প তুলে ধরেন। প্রধান অতিথির বকতব্যকালে মোসাঃ আরিফা আক্তার বলেন আমরা সবাই নিরাপদ অভিবাসন যদি প্রচার করি তাহলে আমাদের ইউনিয়ন এর মানুষ প্রতারনার হাত থেকে বেচে যাবে। তিনি সবাইকে কাজ শিখে এবং জেনে বুঝে বিদেশ যাওয়ার জন্য আহব্বান জানান। এবং ২০২৩ সালের পহেলা জানুয়ারী থেকে ফেরত আসা বিদেশ ফেরত ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের তথ্য কালকিনি ব্র্যাক অফিসে দেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামে এর যে কোন প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। ব্র্যাক মাইগ্রশন প্রোগ্রাম এর প্রবাসবন্ধু ফোরাম সভাপতি মজিবর রহমান খান বলেন আমাদের সকলদের উচিত ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে পরামর্শ নিয়ে বিদেশ যাওয়ার জন্য অনুরোধ করেন। সমাপনী বক্তব্যকালে অটল সেন বলেন,যারা বিদেশ যাবে তারা যেন সরকারি নিয়ম কানুন মেনে বিদেশ যায়।তিনি সবাইকে ভিসা চেক করে ভাষা এবং কাজ এসব শিখে বিদেশ যাওয়ার জন্য বলেন। তিনি সবাইকে ব্যাংক এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য বলেন। আর যারা বিদেশে আছে তাদের জন্য সঞ্চয় করার জন্য অনুরোধ করেন। সবশেষে অবৈধ পথে কাউকে বিদেশ না যাওয়ার জন্য শপথ ব্যক্য পাঠ করানো হয় অনুষ্ঠানে।