মাদারীপুর অফিস : মাদারীপুরে প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশন-এর পর নবজাতক চুরি অভিযোগ উঠেছে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে কালকিনি উপজেলার ভুরঘাটা নিরাময় হাসপাতালে এ ঘটনা ঘটে। এই ঘটনায় বিচার চেয়ে বুধবার দুপুরে থানায় লিখিত দিয়েছে পরিবার। পাশাপাশি চুরি হওয়া শিশুকে উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজনরা। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করলেও তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা আশ্বাস দিয়েছে পুলিশ।
স্বজনরা জানায়, মঙ্গলবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের ফয়সাল সরদারের গর্ভবতী স্ত্রী আয়েশা খানমকে ভর্তি করা হয় কালকিনির ‘ভুরঘাটা নিরাময় হাসপাতালে’। পরে হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলামের মাধ্যমে পরীক্ষা করানোর পর আয়েশাকে জানানো হয় গর্ভে দুটি সন্তান রয়েছে। এজন্য দুটি বিছানা ও অপারেশনের জন্য প্রস্তুত হতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানকার গাইনী চিকিৎসক ডা. ডা. মুসলিমা জাহান ঐশি বিকেলে সিজারিয়ান অপারেশন করেন। পরে একটি পুত্র সন্তান দেয়া হয় আয়েশার কোলে। অপর নবজাতকের বিষয়ে জানতে চাইলে সুর পরিবর্তণ হয় ক্লিনিক কর্তৃপক্ষের। এতে হতাশ হন নবজাতকের মা-বাবা ও স্বজনরা।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট ভুল থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাসপাতাল থেকে নবজাতক চুরি হয়নি বলেও দাবি পরিচালক হান্নান বেপারীর। এদিকে ঘটনার পর বিচার চেয়ে থানায় লিখিত দিয়েছেন নবজাতকের বাবা। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির।
কালকিনিতে ক্লিনিক থেকে নবজাতক চুরি
Leave a comment