সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে ক্ষতিকর রাসায়নিক দিয়ে অপরিপক্ক আম পাকানোর অপরাধে অলিউর রহমান (৩৮) নামে এক আম ব্যবসায়ীকে ১৫ দিনের সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যবসায়ী উপজেলার কৃষ্ণনগর গ্রামের নজরুল ইসলাম গাজীর ছেলে। জানা গেছে, গতকাল সোমবার (১৭ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী কৃষ্ণনগর বাজারে রওশান আলী কাগুচির দোকান ঘর থেকে রাসায়নিক দ্রব্য ব্যবহার করে পাকানো ২৬ ক্যারেট গোবিন্দভোগ আম জব্দ করেন। এ সময় তিনি নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৩ ধারায় কৃষ্ণনগর গ্রামের আম ব্যবসায়ী অলিউর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম সাজা প্রদান করেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দকৃত ২৬ ক্যারেট গোবিন্দভোগ আম কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যানের কার্যলয়ে রেখে যান। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আজাহার আলী বলেন, বিভিন্ন প্রকার আম বাজারজাতকরণের জন্য প্রশাসনের পক্ষ সময়সূচী নির্দ্ধারণ করে দেয়া হয়েছে। কিন্তু নির্দিষ্ট সময়ের পূর্বে অসাধু ব্যবসায়ীরা বেশী মুনাফা লাভের আশায় রাসায়নিকে আম পাকিয়ে তা বিক্রি শুরু করেছেন ও ঢাকায় পাঠাচ্ছেন। রাসায়নিক দ্রব্য ব্যবহার করা আম বাইরে থেকে পাকা মনে হলেও আসলে সেগুলো অপরিপক্ক এবং মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।