কালিগঞ্জ সংবাদদাতা : সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কালিগঞ্জ উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার সেকেন্দারনগর চৌমুহনী রংধনু কমিউনিটি সেন্টারে উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল করিম মামুন হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিঃ সহ সভাপতি সুকুমার দাশ বাচ্চু, এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, বাবলা আহমেদ, শেখ আতিকুর রহমান, শেখ নুর আহমেদ ঈমন, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, শিমুল হোসেন, শাহাদৎ হোসেন, তাপস কুমার ঘোষ, গৌরপদ দাশ বাচন, তারিকুশ শারাফাত ও মেহেদী হাসান প্রমুখ।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সাংগঠনিকসহ গুরুত্বপূর্ণ আলোচনা হয় এ সভায়। জেলা কমিটির সভাপতি ডাঃ এস এম মহিদার রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক আনিছুর রহমানের নির্দেশনা মাফিক আগামীদিনে সংগঠনের কার্যকলাপ পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।