কালিগঞ্জ সংবাদদাতা : কালিগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিম সুলতানা বুশরার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, ওয়াসিম উদ্দিন, কাজী ফয়সাল বারী পূর্ণ, অর্ণা চক্রবর্তী, আসিস কুমার নন্দী, প্রবীর মুখাজী, হোসনেয়ারা খানম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম নাঈম, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল প্রমুখ।