কালিগঞ্জ প্রতিনিধি : ১০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাঁকশিয়ালী ব্রিজ সংলগ্ন জনকল্যাণ সংস্থার আয়োজনে জলবায়ু অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব উপকূলীয় অঞ্চল তথা সারা বিশ্বের উন্নয়নের সকল পদক্ষেপকে প্রভাবিত করছে। উন্নত দেশগুলো গ্রীন হাউজ গ্যাস নির্গমন করে জলবায়ুর পরিবর্তনকে ত্বরান্বিত করছে। বাংলাদেশ কোন ভূমিকা না রেখেও বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে রয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সমূহ। এই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা করা ও ক্লাইমেট জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য সুইডেনের স্কুলছাত্রী ১৫ বছর বয়সী প্রতিবাদী শিশু অগ্নিকন্যা গ্রেটা থানবার্গ ফ্রাইডে ফর ফিউচার, সারা বিশ্বের যুব স্কুল ছাত্র-ছাত্রীরা সপ্তাহের প্রতি শুক্রবারে জনসমাবেশ, র্যাালি, মানববন্ধন, পথসভা করছে। এরই ধারাবাহিকতায় জনকল্যাণ সংস্থা সারা বিশ্বের সাথে একান্ততা ঘোষণা করে বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় সমস্যা ও দাবিগুলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে জলবায়ু অবরোধ কর্মসূচি পালন করেন। উক্ত জলবায়ু অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি মারুফ হাসান। উপস্থিত ছিলেন জনকল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক শাহিদা পারভীন। কার্যকরী সদস্য মুহিবুল্লাহ, ফিরোজ হোসেন নাহিদ হাসান প্রমুখ ।