
কালিগঞ্জ সংবাদদাতা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জাল দলিল সৃষ্টিকারী দলিল লেখক শফিকুল ইসলাম ওরফে শফি’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পারুলগাছা গ্রামের মৃত সৈয়েদ আলী গাজীর ছেলে। পারুলগাছা হাজী মোড়ে মঙ্গলবার সকাল ১০টায় ভুক্তভোগীদের উদ্যোগে শতাধিক নারী-পুরুষের সরব অংশগ্রহণে মানববন্ধনে জাল দলিল, ভুয়া রেকর্ড সৃষ্টি ও অন্যের নামে-বেনামে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ প্রসঙ্গ তুলে বক্তব্য রাখেন ভুক্তভোগী ইদ্রিস আলী হাজারী, হানিফা হাজারী, আকছেদুর রহমান, আব্দুল আলিম হাজারী, হবি হাজারী, রফিকুল ইসলাম, হালিমা খাতুন, মারুফ হোসেন গাজী ও রেজা হাজারী প্রমুখ।
বক্তারা বলেন, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ৩টি মামলা দায়ের করা হয়েছে শফির বিরুদ্ধে। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের মৃত শুকচাঁদ হাজারীর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইদ্রিস আলী, মৃত গহর আলীর ছেলে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক জিএম কওছার আলী ও মরহুম অজিহার রহমানের ছেলে জিএম আকছেদুর রহমান বাদী হয়ে সাতক্ষীরার বিজ্ঞ আমলী ২নং আদালতে মামলা দায়ের করেন। গত ২৩ জুন সকাল সাড়ে ৯টার দিকে উক্ত প্রতারণার বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারপিট করতে উদ্যত হয় এবং হাতে থাকা একটি মোবাইল ফোন ও পাঞ্জাবীর পকেট থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পাঞ্জাবী ছিড়ে দেয়। মানববন্ধনে শফির মাধ্যমে হয়রানির স্বীকার ব্যাক্তিবর্গসহ সচেতন মানুষ অংশগ্রহণ করেণ। তাদের দাবি শফিকুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ ও প্রশাসনের আশু হস্তক্ষেপ।