সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর করুন মৃত্যু হয়েছে। এ সময় তার স্বামী গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ-শ্যামনগর সড়কের রোকেয়া মুনসুর ডিগ্রী কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাস, রেহানা পারভীন। তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামের বাসিন্দা নয়ন আহম্মেদের স্ত্রী। নয়ন আহম্মেদও এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, শেখ নয়ন আহম্মেদ স্ত্রী রেহানা পারভিনকে নিয়ে মোটরসাইকেল যোগে সাতক্ষীরায় যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে তাদের মোটরসাইকেলটি রোকেয়া মুনসুর ডিগ্রী কলেজ এলাকায় পৌছালে পেছন থেকে দ্রুতগামী ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে রেহানা পারভিন ছিটকে রাস্তার ওপর পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পারভিনের স্বামী নয়নকে উদ্ধার করে এলাকাবাসি স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোঃ ইসমাইল মোল্লা জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা উপস্থিত হয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচাজ মামুন রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে।