জন্মভূমি রিপোর্ট : কালিগঞ্জে ধানের বস্তা থেকে ২'শ ৯৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক ভ্যান চালককে আটক করেছে বিজিবি। এঘটনায় দুইজনকে আসামী করে কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন বিজিবি।
থানা ও বিজিবি সূত্রে জানাগেছে, উপজেলার বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্নের রাস্তার উপর থেকে সন্দেহ ভাজন ভ্যান চালক আবুল হোসেন (৩৫) কে ধানের বস্তাভর্তি ভ্যানসহ আটক করে। এসময়ে ধানের বস্তা থেকে অভিনব কায়দায় রাখা ২'শ ৯৩ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। বাঁশঝাড়িয়া বিওপির হাবিলদার রাজু আহমেদ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। আটক আবুল হোসেন জানান, সে হতদরিদ্র ভ্যান চালক সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের শেরকাটি গ্রামের সচিন চন্দ্র মন্ডলের ছেলে রমেশ চন্দ্র মন্ডল ১ বস্তা ধান দেন মিল থেকে ভাঙানোর জন্য। সে জানতনা ধানের বস্তায় ফেনসিডিল ছিলো। এঘটনায় আবুল হোসেন ও রমেশকে আসামী করা হয়েছে বলে জানাগেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত