কালিগঞ্জ প্রতিনিধিঃ বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন সন্তানের জনক এক ব্যবসায়ী ঈমান আলী গাজী (৪০) এর করুণ মৃত্যু হয়েছে। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে।
জানাগেছে, বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঈমান আলী গাজী নারিকেল পাড়ার জন্য গাছে ওঠে এবং ঐ গাছের শুকনা পাতায় হাত দিতেই বিদ্যুতপৃষ্ট হয়ে নারিকেল গাছ থেকে ছটকে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরায় মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানেই দুপুরের দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। সন্ধ্যায় চাঁচাই কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত জানাজা'র নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত