কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার সুরত আলি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও জাতীয় বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলনের পিতা আলহাজ্ব আব্দুল মালেক মঙ্গলবার সকাল আটটার দিকে খুলনার আদদীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার আসরবাদ খুব্দীপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিক্ষক আব্দুল মালেকের দাফন সম্পন্ন হয়েছে। মাওলানা মোহাম্মাদ আলির ইমামতিতে জানাজা নামাজে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও আলেমে দ্বীন সহ বহু গুণগ্রাহী উপস্থিত ছিলেন। প্রিয় এই শিক্ষকের মৃত্যুতে অগনিত ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত