মোঃ বাবর আলী, কালিয়াঃ নড়াইলের কালিয়া উপজেলার সুধীজনদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ই আগস্ট পরবর্তী সময়ে কালিয়া উপজেলার বিভিন্ন অঞ্চলে স্থানীয় আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষ ও সংঘর্ষের জেরে দুটি হত্যাকান্ড ঘটনার পরিপ্রেক্ষিতে কালিয়া উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার ২০মার্চ সকাল ১১ টায় বিশেষ এ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান এর সভাপতি কে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এছাড়া উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এম এম আরাফাত হোসেন, নড়াইল অস্থায়ী ক্যাম্পের মেজর তানজীদ আহম্মেদ,সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিয়া সার্কেল কিশোর কুমার রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু রায়হান, কালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক সেলিম ইউসুফ, উপজেলা জামায়াতের আমির মোঃ তরিকুল ইসলাম, পৌর আমির মাওলানা নওশের আলী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।