মোঃ নাঈম, কালিয়া : “অধিকার, সমতা, ক্ষমতায়ন — নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ সকাল ১০টায় কালিয়া উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এবং মহিলা ও শিশু অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে এবং মহিলা ও শিশু কর্মকর্তা কেয়া দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে নারী অধিকার, সমতা, ও ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিক, প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মোমিন, মোসাঃ রহমতআরা শারমিন (কমিউনিটি মোবালাইজার সুশীলন), মিসেস পিয়ারী খানম (সভাপতি, আলোর দিশা ফাউন্ডেশন), উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী প্রতিনিধি, এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা নারীদের উন্নয়ন, সমান সুযোগ, এবং নেতৃত্বদানের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এছাড়া, স্থানীয় নারীদের সাফল্যগাথা ও বিভিন্ন উদ্যোগের গল্প তুলে ধরা হয়, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
আন্তর্জাতিক নারী দিবসের এই আয়োজনের মধ্য দিয়ে কালিয়া উপজেলায় নারীদের অগ্রগতি ও তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।