কালিয়া প্রতিনিধিঃ শুক্রবার বিকালে জেলার কালিয়া উপজেলার পেরোলি ইউনিয়ন যুব সমাজের আয়োজনে আয়োজিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপি’র সভাপতি শেখ সেলিম হোসেন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাই রাব্বী কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল সিদ্দিকী, সদস্য সচিব সরদার আর্মস্ট্রং হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব উৎপল কুমার শিকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক সম রাকিবুজ্জামান পাপ্পু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশিকুর রহমান সুমনসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খেলা ও উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সহ উপস্থিত সকলে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় বিএনপি নেতারা রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ঘোষিত ৩১ দফার লিফলেট জনগণের মাঝে বিতরণ করেন।