মোঃ বাবর আলী, নড়াইল : নড়াইলের কালিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ সরদার কে মারাত্মক কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
আহত ছাত্রদল নেতা কালিয়া পৌরসভার চাঁদপুর গ্রামের জামিল সরদারের ছেলে।
মঙ্গলবার (১৭ডিসেম্বর) দুপুরে কালিয়া চৌরাস্তা এলাকায় তার উপর অতর্কিত হামলা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরবর্তীতে স্থানীয় লোকজন আহত ছাত্রদল নেতা মারুফ সরদারকেকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।
সেখানে আহত ছাত্রদল নেতা মারুফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ছাত্রদল নেতাকে অতর্কিত হামলার খবর পেয়েছি। পুলিশ দুর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।
এই ঘটনায় হামলায় ব্যবহৃত হাতুড়ি উদ্ধার ও সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।