মোঃ নাঈম, কালিয়া : নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগানসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (৫ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে কালিয়ায় স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা। অভিযানে আটক ব্যক্তিরা হলেন—জলিল শেখের ছেলে জাহিদ শেখ (৫০), হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ (৪৫) এবং মকবেল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখ।
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান, ১৭টি রামদা, ৩টি চাইনিজ কুড়াল, ৪টি চাপাতি, ১টি বল্লাম ও ৪টি টেটা জব্দ করা হয় বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী সূত্র।
পরবর্তীতে আটককৃতদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, “কালিয়া অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা অস্ত্রসহ তিনজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আসামিদের নড়াইল আদালতে পাঠানো হবে।”
স্থানীয়ভাবে এ অভিযান ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।