
মোঃ বাবর আলী, কালিয়া : নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে ১৪ হাজার ৭৫০টাকা,৫০ গ্রাম গাঁজা ও গাঁজা মাপার যন্ত্রসহ দুই জনকে আটক করেছে কালিয়া সেনা ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হলেন, কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া গ্রামের মহিদুল শেখের ছেলে মোঃ টিটো শেখ (৩২) এবং একই ইউনিয়নের চাঁদপুর গ্রামের মিজানুর রহমান মোল্লার ছেলে সাগর হোসেন চান্দু।
কালিয়া সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, মাদকের বড় চালান সংঘটিত হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতরাত দেড়টার দিকে উপজেলার পুরুলিয়া গ্রামের কোরবান শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
সেনা ক্যাম্প সূত্রে আরও জানা যায়, অভিযানের সময় মাদকের সাথে জড়িত মূল হোতা আগে থেকে টের পেয়ে পালিয়ে যান।
পরবর্তীতে আটক আসামিদের কালিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানান কালিয়া সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশিদুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়া থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত