মোঃ বাবর আলী, কালিয়াঃ নড়াইলের কালিয়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে পৌনে দুই বছরের রাহাদ শেখ ও রিহান শেখ নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। বুধবার(৪ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার আটলিয়া গ্রামে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত শিশু রাহাদ শেখ উপজেলার আটলিয়া গ্রামের সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে। রিহান শেখ একই গ্রামের রিয়াজ শেখের ছেলে। শিশু দু'জনের বয়স ই পৌনে দুই বছর।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে খাবার শেষে প্রতিদিনের ন্যায় বাড়ির উঠানে খেলছিলো রাহাদ ও রিহান। শিশু দু'জনের মা ও চাচি গৃহস্থালি কাজে ব্যাস্ত ছিলেন। কিছু সময় পর বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে বাড়ির সাথেই লাগোয়া পুকুরে তাদের পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে দ্রুত শিশু দুইজনকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মর্মান্তিক এ দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, একই পরিবারের দুই শিশুর মৃত্যু একটি দুঃখজনক ঘটনা। প্রাথমিক তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত