
মোঃ বাবর আলী, নড়াইল : নড়াইলের নড়াগাতি থানার বাঐসোনা ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনায় ২ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ৪ জন আহত হয়েছে।
শুক্রবার (১৪ জুন) মাগরিবের নামাজ পরে পশ্চিম ডুমুরিয়া জামে সমজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম ডুমরিয়া এলাকার মুকুল শেখ ও আহম্মেদ বিশ্বাস গ্রুপের সাথে মশিউর ও তৈয়ব শেখের গ্রুপের সাথে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। পূর্ব শত্রুতার জেরে শুক্রবার মাগরিবের নামাজ পর পশ্চিম ডুমুরিয়া মসজিদের সামনে মোঃ তুহিন ও তহিদ সরদার আসলে মুকুল শেখ,আহম্মেদ বিশ্বাস সহ তাদের দলীয় লোকজন হামলা করে ও সটগান দিয়ে গুলি ছোড়ে।এতে তুহিন ও তহিদ গুলিবিদ্ধ হয়।এবং তৈয়ব শেখ গ্রুপের ৫ টি বাড়ি ভাংচুর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে শনিবার ভোরে আহম্মেদ বিশ্বাস গ্রুপের ৪ টি বাড়ি ভাংচুর ও সাইদ শেখকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তৈয়ব গ্রুপের লোকদের বিরুদ্ধে।
এ বিষয়ে গুলিবিদ্ধ তুহিন শেখের ভাই লাবু শেখ বলেন,জমি নিয়ে আহম্মেদ বিশ্বাস ও মুকুল শেখের সাথে আমার চাচা আনিস শেখের শত্রুতা চলে আসছিলো।তার জেরে গতকাল রাতে আমার ভাইয়ের উপর হামলা করে ও গুলি করে।আমরা প্রসাশনের কাছে বিচার চাই।
এ বিষয়ে দুই গ্রুপের অভিযুক্ত মুকুল,আহম্মেদ,তৈয়ব শেখের কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করে ও তাদের পাওয়া জায়নি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় নড়াগাতি থানা পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব সরকার ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কলিয়া সার্কেল) প্রণব সরকার বলেন হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলত পরিদর্শন করি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

