নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ৭জনকে আটক করেছে কালিয়া থানা পুলিশের একটি দল।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলমের নির্দেশে এসআই কামরুজ্জামান ও এএসআই জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স কালিয়া পৌরসভার চাঁদপুর গ্রামের তাবলীগ পাড়া মোড়ের দুখু শেখের বাড়ির সামনে থেকে কালিয়া পৌরসভার চাঁদপুর গ্রামের কুদ্দুস বিশ্বাসের ছেলে হাসান বিশ্বাস(৩২), মির্জাপুর গ্রামের নুরুল হক হাওলাদারের ছেলে মোঃ সোহেল হাওলাদার(৩২) ও চাঁদপুর গ্রামের বদর শেখের ছেলে মিলন শেখ(৩২) কে ইয়াবাসহ আটক করে।
এসময় আটক হাসান বিশ্বাসের নিকট থেকে ৬০পিস ইয়াবা,১টি চোরাই মটরসাইকেল ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোহেল ও মিলনের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার হয়। একই দিন সকালে অপর একটি অভিযানে কালিয়া পৌর এলাকার বেন্দা স্লূইচগেট এলাকা থেকে ২০পিস ইয়াবাসহ উপজেলার মাধবপাশা গ্রামের আহম্মদ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস(২৬),ইদ্রিস মোল্লার ছেলে রিপন মোল্লা(২৩), আলমেস মোল্লার ছেলে শহিদুল মোল্লা(২২) এবং পাঁচকাহুনিয়া গ্রামের আতিকুল ইসলামের ছেলে মুস্তাহিদ শেখ(২০) কে আটক করে কালিয়া থানার পুলিশ।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার শেখ তাসমীম আলম জানান, শনিবার সকালে গোপন-সংবাদের ভিত্তিতে দুটি অভিযান পরিচালনা করে একশত পিস ইয়াবা,১০টি মোবাইল ফোন ও ১টি মটরসাইকেলসহ মোট সাতজন আসামিকে আটক করা হয়েছে। আটককৃত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা দায়ের করে নড়াইল কারাগারে প্রেরণ করা হয়েছে।