মোঃ বাবর আলী, কালিয়া : নড়াইলের কালিয়া পৌর যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ২৮ ডিসেম্বর (শনিবার) জেলা যুবদলের সভাপতি মোঃ মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পৌর যুবদলের আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিব বিভিন্ন অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ সংগঠন পরিপন্থী কর্মকান্ডে জড়িত প্রতিয়মান হওয়ায় এবং উক্ত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সংগঠন কে সাংগঠনিকভাবে আরও গতিশীল করতে কালিয়া পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত