কালিয়া প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া বাজারে প্রতিপক্ষের হামলায় সবজি ব্যবসায়ী আফসার মোল্যা (৪৫) ও তার ছেলে লিপু মোল্যা (২৫) গুরুতর আহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে কলাবাড়ীয়া বাজারে এ ঘটনা ঘটে। আফসার মোল্যা ওই গ্রামের আয়নাল মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবাড়ীয়া গ্রামের আবেদ শেখ গ্রুপের সাথে মৃত কায়েম শিকদার গ্রুপের বিরোধ বিদ্যমান ছিল। এরই ধারাবাহিকতায় আবেদ শেখের ছেলে শামীম শেখ (৩০) ও শিহাব শেখ (২৮) এবং জলিল শেখের ছেলে জাহিদুল (৪৫) সহ ৮ থেকে ১০ জন কলাবাড়ীয়া বাজারে আফসার মোল্যার সবজির দোকানে এসে অতর্কিত হামলা করে বাবা ও ছেলেকে গুরুতর আহত করে।
স্বজন ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শারমিন সুলতানা অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, হামলার ঘটনায় কলাবাড়ীয়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতারয়ন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।