মোঃ বাবর আলী, নড়াইল : নড়াইলের কালিয়ায় সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে বিনামূল্যে রাসায়নিক সার ও আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে ১ টি পৌরসভাসহ উপজেলার ১৪টি ইউনিয়নে ১২ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এ সার ও বীজ বিতরণ করা হয়।
এ সময় প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উফশী আমন বীজ প্রদান করা হয়।
উপসহকারী কৃষি অফিসার মোঃ আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীম রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজনীন নাহার, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ। এছাড়া উপস্থিত ছিলেন, সকল ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারাসহ উপকারভোগী প্রান্তিক চাষীরা।