কালিয়া প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে হাইব্রীড আমন বীজ বিতরণ করা হয়েছে। রোপা আমন বীজ ব্যবহার করে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পৌরসভাসহ উপজেলার ১৪টি ইউনিয়নে ক্ষুদ্রও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এ বীজ বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ বিতরণ করা হয়। এ সময় ৬শ’ কৃষকের মাঝে ২ কেজি হাইব্রিড আমন ধানের বীজ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, ইউএনও রুনু সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভিন নিরী প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত