নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ, সবজি বীজ ও নগদ অর্থ বিতরণ করেছে। কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বসতবাড়ীতে বিভিন্ন জাতের শাক সবজির বীজ ও ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পৌর সদর সহ উপজেলার ১৪টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এ বীজ ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপ-সহকারী কৃষি অফিসার এস, এম আবুল হাসানের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজি, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তরিকুল ইসলাম, উপ-সহকারি কৃষি অফিসার জাকির হোসেন প্রমুখ। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় কালিয়ায় ৭ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড বোরো ধানের বীজ ও ৭শ জনকে সবজির বীজ পর্যায়ক্রমে বিতরণ করা হবে।