
হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলের কালিয়া পৌরসভার গোবিন্দ নগর গ্রাম সংলগ্ন ভক্তডাঙ্গা বিলের মধ্যবর্তী সরকারি খুলনা-কালিয়া ওয়াপদা বড় খালের পানি প্রবাহের পথ বন্ধ করে রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরূদ্ধে।
স্থানীয়দের অভিযোগ এ বাঁধ নির্মানের সাথে সরাসরি জড়িত রয়েছেন মৎস্য ঘের মালিক শিব বর্মন। এলাকবাসির দাবি অতি দ্রুত খালের বাঁধ অপসারণ করে পানি প্রবাহ উন্মুক্ত করা হোক।
শনিবার (২৭ জুলাই) সকালে সরেজমিন জানা যায়, স্থানীয় কিছু প্রভাবশালীদের হাতে রেখে প্রায় এক বছর নিজের সুবিধা মত খালের ওপর বাঁধ দিয়ে খালের পানি প্রবাহ নষ্ট করে চলেছেন ঘের মালিকের সংঘবদ্ধ দল। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার প্রান্তিক চাষীরা। তারা অতি দ্রুত খালের বাঁধ অপসারণ করে উন্মুক্ত করার দাবি জানান । নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান,খালের পানিপথ বন্ধ করে বাঁধ দেয়ার কারণে ফসলী জমির জন্য পর্যাপ্ত পানি সরবরাহ করতে না পারায় অর্থনৈতিক ভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা।
সরকারি খালে বাঁধ দেয়ার বিষয়ে শিব বর্মন ভুল স্বীকার করে বলেন, প্রশাসনের কেউ কিছু বলেননি। প্রশাসন থেকে আপত্তি করলে বাঁধটি কেটে দেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা বলেন, সরকারি খাল সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। কারোর ব্যক্তিস্বার্থে খালে বাঁধ দেয়ার কোন সুযোগ নেই। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মৎস্য অফিসারকে সরেজমিনে গিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।