মোঃ বাবর আলী, কালিয়া(নড়াইল) : নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে এসএসসি পরীক্ষার ফর্ম পুরন করতে ব্যর্থ হয়ে আকাশ দাশ (১৬) নামে এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে কালিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত বুধবার সকালে উপজেলার বলাডাঙ্গা গ্রামে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে। সে ওই গ্রামের পঙ্কজ কুমার দাশের ছেলে ও কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।
চিকিৎসাধীন আকাশ ও তার পারিবারিক সুত্র জানায়, গত প্রায় ৩বছর যাবত তার মা বিথীকা রানী দাশ পক্ষাঘাত রোগে আক্রান্ত হওয়ার কারনে মায়ের সেবা যত্নের পাশাপশি লেখা পড়া চালিয়ে যাচ্ছিল আকাশ। এবছর এসএসসি পরীক্ষার ফর্ম পূরনের জন্য দুইবার অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য হলে বিদ্যালয় কতৃপক্ষ তাকে ফর্ম পুরনের অনুমতি না দেয়ায় বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে সে নিজ বাড়িতে বিষপান করলে স্বজনরা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। গতকাল বৃহস্পতিবার ঘটনাটি জানাজানি হলে আলোচনার বিষয় বস্তুতে পরিনত হয়েছে।
কালিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা : সৌরভ সরকার বলেছেন, চিকিৎসাধীন আকাশ এখন অনেকটাই ঝুকিমুক্ত রয়েছে। তাকে সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে। ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন।
কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলী বলেছেন, অধিক সংখ্যক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ দেয়ার জন্য ২ বার নির্বাচনী পরীক্ষা নেয়া হয়েছে। প্রথম বারের নির্বাচনী পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে দ্বিতীয় বার আবার তাদের পরীক্ষা নেয়া হয়েছে। দুটি পরীক্ষায়ই আকাশ একাধিক বিষয়ে অকুতকার্য হয়েছে। কাজেই বোর্ডের নির্দেশনা অনুযায়ী তাকে ফর্ম পূরনের অনুমতি দেয়া সম্ভব হয়নি।
কালিয়ার ইউএন রুনু সাহা জানান, ঐ শিক্ষার্থীর বিষপানের ঘটনা সম্বন্ধে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলী আমাকে জানিয়েছেন যে, বোর্ডের নির্দেশনা অনুযায়ী এসএসসি পরীক্ষা ফরম পূরণ করতে হলে ওই শিক্ষার্থীকে সকল বিষয়ে পাস করতে হবে। কিন্তু আত্মহত্যা চেষ্টা করি ওই শিক্ষার্থী প্রথম মূল্যায়ন পরীক্ষায় নয় সাবজেক্টে ফেল করে এবং দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে তাকে বোর্ডের নির্দেশনা অনুযায়ী ফরম পূরণ করতে দেয়া হয়নি।
কালিয়ায় স্কুলছাত্রের আত্মহত্যার চেষ্টা
Leave a comment