
নড়াইল সদর প্রতিনিধি : সারাদেশে সবুজায়নের অংশ হিসেবে নড়াইল জেলার কালিয়া উপজেলার আশ্রয়ণ প্রকল্পে সবুজায়নে ভরিয়ে তুলেছেন আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীরা। এর ফলে খাদ্য চাহিদা অনেকাংশে মেটাতে পারছে তারা। জলবায়ু পরিবর্তন জনিত বিরূপ প্রভাব মোকাবেলায় বিভিন্ন জাতের বৃক্ষ রোপনে গুরুত্ব দিয়েছে প্রশাসন। শুধু প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করাই নয় পাশাপাশি জলবায়ু পরিবর্তন জনিত অভিঘাত মোকাবেলায় এই উদ্দ্যোগের কথা জানান উপকারভোগীরা। উপকার ভোগীরা জানান আমরা এখানে ফলজ, ঔষধি ও বিভিন্ন উপকারী গাছ লাগিয়েছি। প্রকল্পের ঘরের চারপাশ এখন সবুজের আচ্ছাদনে ভরে উঠেছে। গাছগুলো অক্সিজেনের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।
মুজিববর্ষে নওয়াগ্রাম আশ্রয়ণ প্রকল্পে ঘর উপহার পান বীর মুক্তিযোদ্ধা কন্যা দুলালী বেগম। এরপর থেকে নিজের আবাসস্থল সাজিয়ে তুলেছেন সবুজের সমারোহে। দুলালী বেগম বলেন, সরকারি ঘর পেয়ে আমি মানুষকে আপ্যায়ন করতে পারছি, মানুষের খেদমত করতে পারছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু বিশ্বাস জানান, গাছ লাগান পরিবেশ বাচান, এই স্লোগানের অংশ হিসেবে আমরা উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন জাতের গাছ নিয়মিতভাবে গাছ বিতরণ করবো।
জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী বলেন, শাক-সবজি উৎপাদন করছি, বনজ এবং ফলজ বৃক্ষ উৎপাদন করছি। সঞ্চয়ের মাধ্যমে তারা বিভিন্ন আত্ম কর্মসংস্থানমূলক কাজে বিনিয়োগ করতে পারছে। এবং আসামিকাল প্রধানমন্ত্রীর মাধ্যমে আরো ৮৫ জনকে গৃহ হস্তান্তর করবো।
দেশের সব আশ্রয়ণ প্রকল্পে পর্যাপ্ত বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষা পাবে বলে মনে করছেন বৃক্ষ প্রেমীরা।