কালিয়া প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদরে মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে কালিয়া উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে এ মাস্ক বিতরণ করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুদা।
এ সময় কালিয়া প্রেসক্লাবের পক্ষে মাস্ক গ্রহণ করেন, কালিয়া প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমাদের অর্থনীতি এবং আই বি এন টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি মো:বাবর আলী। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুদা বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে যার ফলে তাদরে জীবনের ঝুঁকির আশঙ্কা বেশি থাকে এজন্য নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক বিতরণ করা হয়। তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের পক্ষ থেকে এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত