নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া প্রেস ক্লাব হল রুমে বুধবার বেলা ১২টার দিকে গোলাম মোর্শেদের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহীদুল ইসলাম শাহীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তা তাদের বক্তব্য উপস্থাপন করেন। পরে সর্বসম্মতিতে গোলাম মোর্শেদকে সভাপতি মো.শাহীদুল ইসলাম শাহীকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়। তাদের দু’জনের মৃত্যু না হওয়া পর্যন্ত কমিটি বহাল থাকেবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির মেয়াদ শেষ হলে গঠনতন্ত্র অনুসরণ করে আবারও এ দু’জনকে ওই পদে অনুমোদন দেয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত