সোহেল আহমেদ, (ঝিনাইদহ ) কালীগঞ্জ : ঝিনাইদহের কালীগঞ্জে সুদে ঋণ নিয়ে চরম বিপাকে পড়েছে একটি অসহায় গরিব কৃষক পরিবার। ৭০ হাজার টাকা নিয়ে ৫ লাখ টাকা দিয়েও ঋণ শোধ হয়নি। গ্রাম্য সুদের মহাজন একই সাথে ২৫ কাঠা জমি দখল করে রেখেছেন। এখন সেই জমি লিখে দেওয়ার জন্য মারধর এবং নানাভাবে হুমকি ধামকি সহ প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গরিব কৃষক । যদিও অভিযুক্তরা বিষয়টি অস্বীকার করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেছেন। কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গ্রামের সুফলের স্ত্রী শ্রীমতি ভক্তি বিশ্বাস জানান, একই গ্রামের ইভন ও জাহিদ এলাকার সুদখোর নামে পরিচিত। প্রায় ১০ বছর পূর্বে তাদের কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। এ পর্যন্ত ৫ লাখ টাকা পরিশোধ করেছেন। টাকার অজুহাতে তাদের কাছ থেকে ২৫ কাঠা জমি ভোগ দখল করে আসছেন । বর্তমানে ওই জমি রেজিষ্ট্রি করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। বিষয়টি নিয়ে আমরা স্থানীয় ভাবে আলোচনা করায় বিবাদীরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ৫ জানুয়ারি সন্ধ্যায় খামারমুন্দিয়া গ্রামস্থ্য মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর শ্রী সুফলকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শিশির কুমার জানান, শ্রী সুফল নামে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, যার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত ইভন জানান, আমাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি তাকে মারধরও করি নি। সম্ভবত আমার বাবার কাছ থেকে ২০১৮ সালে ৯ লাখ টাকা নিয়ে জমি দেওয়ার কথা ছিল। যার স্ট্যাম্প আমাদের কাছে রক্ষিত আছে। এখন সেই টাকা ফেরত না দিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। বিষয়টি নিয়ে অনেকবার শালিশ বৈঠক হয়েছে কিন্তু তারা উপস্থিত না হয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি।ঘটনাস্থলে পুলিশও পাঠিয়েছি। এখন তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও যোগ করেন।
কালীগঞ্জে অসহায় গরীব কৃষকের জমি দখল ও মারধরের অভিযোগ
Leave a comment