সোহেল আহমেদ (কালিগঞ্জ) ঝিনাইদহ : ঝিনাইদহ কালীগঞ্জে আইনশৃঙ্খলা মিটিংয়ে প্রতিমাসের ন্যায় এবারও যানজট নিরশন, আইন শৃঙ্খলা রক্ষা ও পবিত্র ঈদের নামাজ সম্পর্কে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার দেদারুল আলমের সভাপতিতে আইনশৃঙ্খলা মিটিংয়ে উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও এনজিও কর্মীদের সমন্বয়ে আইনশৃঙ্খলা কমিটির মিটিং এ শহর, মহাসড়কে যানজট নিরশন, চুরি, ডাকাতি, ছিনতাই রোধে আইনশৃঙ্খলা আরো কঠোর অবস্থান গ্রহণ করা ও পবিত্র রমজান ও ঈদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য বাজার মনিটরিং যোদ্ধার করা সহ পবিত্র ঈদের দিন বিভিন্ন গ্রামে ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পর্ণ করা জন্য ঈদের নামাজের সময় নির্ধারণ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।