
কালিগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইন-শৃঙ্খলা, যানজট এবং আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। গতকাল সোমবার সকাল দশটার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিতে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান,এনজিও প্রতিনিধি ও মিডিয়াকর্মী। জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও মিডিয়া কর্মীরা আইন-শৃঙ্খলা এবং শহরে যানজট নিয়ে বক্তব্যে বলেন কালিগঞ্জের বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে। এতে আইন-শৃঙ্খলা বাহিনীর দুর্বলতাকে দায়ী করা হয়। ফুটপাত ও নদী দখলমুক্ত ড্রেন নির্মাণ ও পরিষ্কার হার্ট চাদনি পুনঃনির্মাণ নিয়ে আলোচনা করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত