ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের কালীগঞ্জে আলোচিত জোড়া হত্যা মামলার অন্যতম আসামি আব্দুর রাজ্জাক মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাজীর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজ্জাক উপজেলার তেঘরিহুদা গ্রামের ছেলে। অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, গত ১ জুন কালীগঞ্জের নাকোবাড়িয়া এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আপন দুইভাই ইউনুচ আলী ও মহব্বত আলীকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আব্দুর রাজ্জাক। তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত